আসলে শোপিস হিসেবে আলমারিতে সাজিয়ে রাখার বস্তু হলেও লাফিং বুদ্ধ কিন্তু গৃহস্থের বাড়িতে পজিটিভ শক্তির আনয়নে সাহায্য করে৷ ফেংশুই মতে লাফিং বুদ্ধ বাড়িতে রাখা নাকি খুবই শুভ তবে ঠিক কোন জায়গায় রাখলে ঠিক হবে তা বুঝতে পারেন না অনেকেই৷ তাই জেনে নিন বাড়ির কোন কোন জায়গায় লাফিং বুদ্ধ রাখতে পারেন-
1. দরজার সামনে- লাফিং বুদ্ধ দরজার সামনে রাখলেই বাড়ির বাইরের অশুভ শক্তিকে ঘরের মধ্যেই প্রবেশে বাধা দেয় তাই আপনার পরিবারের এবং পরিবারের সকল সদস্যের সুখ শান্তি বজায় থাকে এবং অশুভ কিছু ঘটে না৷
2. ফেংশুই বিশেষজ্ঞদের মতে বাড়ির পূর্ব দিকে যদি লাফিং বুদ্ধ রাখতে পারেন তা হলে পরিবারের সকলের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে৷
3. বাড়ির দক্ষিণ পূর্ব দিকে- ফেং শুই বিশেষজ্ঞদের মতে বাড়ি থেকে খারাপ সময় তাড়াতাড়ি দূর করতে এবং আর্থিক সংকট দূর করতে লাফিং বুদ্ধ মূর্তি রাখুন বাড়ির দক্ষিণ পূর্ব দিকে৷ এ ক্ষেত্রে আপনাদের পরিবারের সকলের শারীরিক সুস্থতাও বজায় থাকবে৷
4. অফিসের ডেস্কে- কর্মক্ষেত্রে পদোন্নতি করতে এবং কাজে মনোযোগ বাড়াতে অফিস ডেস্কের ওপর বুদ্ধমূর্তি রাখতে পরামর্শ দেন ফেংশুই বিশেষজ্ঞরা৷