আমরা প্রত্যেকেই আগ্রহী হয়ে থাকি যে আমাদের প্রিয় পছন্দের মানুষটির রাশি কি। রাশি দ্বারাই বোঝা যায় সে মানুষটির ব্যক্তিত্বটি কেমন। জ্যোতিষ শাস্ত্র মতে এমন পাঁচটি রাশি রয়েছে যাদের ব্রেকআপ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে অন্যান্য রাশির তুলনায়। সেই পাঁচটি রাশি ফল-
প্রথম রাশিটি হলো বৃষ রাশি। বৃশ রাশির জাতক-জাতিকারা দীর্ঘস্থায়ী সম্পর্কে বিশ্বাস করে এবং এরা চট করে নিজের প্রিয় মানুষের সাথে সম্পর্ক ভাঙতে একদমই পছন্দ করেননা। এদের ব্যক্তিত্ব ধীরে ধীরে চলতে পছন্দ করে এবং খুব সহজে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেনা। মনের ভাব প্রকাশ না করার ফলে জীবনসঙ্গী খুব তাড়াতাড়ি এদেরকে ছেড়ে চলে যায়।
দ্বিতীয় রাশিটি হলো মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকারা প্রবল পরিমাণে চিন্তাভাবনা করে এবং এরা সবকিছুর পেছনেই যুক্তি খোঁজার চেষ্টা করে। এছাড়াও এদের মধ্যে সন্দেহপ্রবন মন থাকে যার ফলে এরা একা থাকতে পছন্দ করেন এবং এদের বন্ধুর সংখ্যা খুবই কম। এইসব ব্যক্তিত্বের কারণেই তাদের জীবন সঙ্গী এদের ছেড়ে চলে যায়।
তৃতীয় রাশিটি হল বৃশ্চিক রাশি। এই রাশির জাতক জাতিকারা খুবই পরিশ্রমী হয় এবং কারোর অধীনে থাকতে পছন্দ করেননা। এরা নিজের মত চলতে ভালোবাসেন। অর্থাৎ জীবন সঙ্গী যদি মাথার উপর ছুড়ি ঘোড়ায় তা মেনে নিতে পারে না এবং সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে।
চতুর্থ রাশিটি হলো তুলা রাশি এই রাশির জাতক-জাতিকা সবাইকে গুরুত্ব দিয়ে চলতে পারে। সমস্তকিছু ব্যালেন্স করার ক্ষমতা এদের জন্মগত। কিন্তু এরা বেশিরভাগ সময়টা একা থাকতে পছন্দ করেন। এই কারণবশত তাদের জীবনসঙ্গী বাধ্য হয় ব্রেকআপ করতে।
পঞ্চম অর্থাৎ সর্বশেষ রাশিটি হলো কন্যা রাশি। এই রাশির জাতক-জাতিকারা খুবই দায়িত্ববান এবং কর্তব্যপরায়ণ থাকে। এরা একা থাকতে মোটেও পছন্দ করেন না সব সময় সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করেন। অনেক সময় নিজের দায়িত্ব কর্তব্য পালনের জন্য, নিজের জীবন সঙ্গীকে সময় দিতে পারেনা। এর ফলেই জীবনসঙ্গী বাধ্য হয় এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে।