গত ১০ বছরে সুরক্ষা না নিয়ে যৌ’ন’স’ম্প’র্কে’র কারণে প্রায় ১৭ লক্ষ মানুষ ভারতে AIDS-এ আক্রান্ত হয়েছেন। তেমনই বলছে পরিসংখ্যান। এই মুহূর্তে দেশে প্রায় ২৩ লক্ষের বেশি মানুষ AIDS-এ আক্রান্ত। তাদের মধ্যে ৮১ হাজারের বেশি শিশু।
মধ্যপ্রদেশের সমাজকর্মী চন্দ্রশেখর গওর সম্প্রতি দেশের AIDS পরিস্থিতি জানতে চেয়ে RTI করেছিলেন। তাঁর সেই RTI-এর প্রেক্ষিতেই এই পরিসংখ্যান জানানো হয়েছে। National AIDS Control Organization (NACO)-র তরফে জানানো হয়েছে, দেসে এই মুহূর্তে যত জন AIDS রোগী রয়েছেন, তাঁদের মধ্যে ১৭ লক্ষের বেশি আক্রান্তে এই রোগের কারণই হল কোনও সুরক্ষা ছাড়া যৌনসম্পর্ক।
তবে, ২০১১-১২ সালে সুরক্ষাবিহীন যৌ’ন’স’ম্প’র্কে’র কারণে ২.৪ লক্ষ মানুষ AIDS-এ আক্রান্ত হয়েছিলেন। সেখানে ২০২০-২১ সালে তা নেমে এসেছে ৮৫, ২৬৮-তে। বিশেষজ্ঞরা আগামী সময়ে এই রোগটির সংক্রমণের হার আরও কমবে বলে মনে করছেন।