সেলেবদের জীবনের খুঁটিনাটি জানতে আমরা সব সময়ই আগ্রহ প্রকাশ করে থাকি। তার ওপর যদি প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের কথা হয় তাহলে তো নিমেষে ভাইরাল হয়ে পড়ে সেই খবর। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে। এমন কিছু তথ্য সামনে এসেছে যা অভাবনীয।
আমরা যদি একটু স্মৃতি রোমন্থন করি তাহলে মনে করতে পারব বেশ কিছু বছর আগে সঙ্গীত নামের এক যুবক অদ্ভুত রকমের দাবি করেছিলেন তিনি বলেন ১৯৯৮ সালে আইভিএফ পদ্ধতির মাধ্যমে লন্ডনের একটি হাসপাতালে ঐশ্বর্য রাই বচ্চন পুত্র সন্তানের জন্ম দেন। এমনকি ওই পুত্র সন্তান দু বছর অবধি ঐশ্বর্য রায়ের বাবা মা অর্থাৎ কৃষ্ণ রাজরাই ও মা বৃন্দা রায়ের কাছেই বেড়ে ওঠে। তারপরে ওই পুত্র সন্তানকে বিশাখাপত্তন নিয়ে আসা হয়। আর ওই পুত্রসন্তানই হল এই সঙ্গীত। যদিও এ বিষয়ে সঠিক তথ্য প্রমাণ কিছুই নেই তার কাছে।
সঙ্গীত আরো দাবি করেন অভিনেত্রী ঐশ্বর্যকে তাঁর সাথে ম্যাঙ্গালোরের বাড়িতে এসে থাকার। তবে বিশ্ব সুন্দরীর বিরুদ্ধে এ হেন অভিযোগ আশায় পুলিশ নড়েচড়ে বসে এবং এ বিষয়ে তদন্ত নামে বিশাখাপত্তনমের পুলিশ। তাঁরা তদন্তে নেমে জানতে পারে এই যুবক বহুবার বহু তারকার পরিচিত বলে দাবি করেছিলেন। আদতে তাঁর মানসিক সমস্যা রয়েছে যে কারণেই তিনি এ ধরনের দাবি করেন। প্রায় বলা চলে সারাদিন তিনি নেশায় ডুবে থাকেন। অপরদিকে অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনও এই যুবকের মন্তব্যকে ঘিরে কোনরকম প্রতিবাদ করেননি। তার এহেন আচরণও প্রশ্ন তুলেছে বিভিন্ন সময় সবটাই যেন রহস্যের মোড়কে মোড়া।