ভয়ানক গোখরো সাপকে বোতল থেকে জল খাওয়াচ্ছে এক যুবক! ভাইরাল ভিডিও

12
ভয়ানক গোখরো সাপকে বোতল থেকে জল খাওয়াচ্ছে এক যুবক! ভাইরাল ভিডিও

সাপ মানেই এককথায় বাপরে বাপ! তাই সাপের সঙ্গে ছেলেখেলা নৈব নৈব চ। সাপকে ভয় পায় না এমন মানুষের সংখ্যা খুবই কম। সাপ দেখলে আট থেকে আশি সকলেই ভয় পায়। প্রতিবছর বর্ষাকালে বহু মানুষ সাপের দংশনে প্রাণ হারান। তাই সাধারণ মানুষ এই প্রাণীটি থেকে বেশ দূরে দূরেই থাকেন। তবে এবার ঘটল এক আশ্চর্য ঘটনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিকে কেন্দ্র করে নেট নাগরিকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। ওই ভিডিওতে দেখা গেছে ছত্তিশগড়ের কোরবা জেলার এক যুবক দুটি বিষধর, ভয়ানক গোখরো সাপকে বোতল থেকে জল খাওয়াচ্ছে।

ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে এই দুটি সাপ রাগে রীতিমতো ফোঁস ফোঁস করছিল। কিন্তু, ওই দুই বিষধর গোখরো সাপের মাঝে সাপ উদ্ধারকারী ব্যক্তির অদ্ভুত কাণ্ড নেট নাগরিকদের নজর কেড়েছে। কারণ ওই যুবক বেশ শান্ত মনেই খুব যত্নে তাদের জল খাওয়াচ্ছিলেন। সাপের প্রতি এমন যত্ন নেওয়ার ভিডিও খুব কমই দেখা যায়। তার ওপর আবার এগুলি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ গোখরো। ওই অকুতোভয় যুবকের অদ্ভুত কান্ড যে নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

এ প্রসঙ্গে জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে কোরবা জেলার। আর উদ্ধার হওয়া এই সাপগুলোকে জঙ্গলে ছেড়ে দিতে গিয়েছিলেন বন্যপ্রাণী উদ্ধারকারী দলের প্রধান, বন বিভাগের সদস্য জিতেন্দ্র সারথি।

তবে সবশেষে একটাই কথা বলার যুবকটির এই কান্ড দেখে অনুপ্রাণিত হওয়ার কিছু নেই। তাই এই ঘটনাকে অনুকরণ করে এমন রিল যেন কেউ তৈরি না করে সেই পরামর্শই দেব আমরা। কারণ গোখরো জাতীয় সাপের সঙ্গে মজা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর এই ভিডিওর ব্যক্তিটি একজন প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী।