চাবাগানে চিতাবাঘের হানায় জখম এক মহিলা, ব্যাপক চাঞ্চল্য

7
চাবাগানে চিতাবাঘের হানায় জখম এক মহিলা, ব্যাপক চাঞ্চল্য

মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির বিজয়নগর চাবাগানে চিতাবাঘের হানায় জখম এক মহিলা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জখম মহিলার নাম মীনা নায়েক(৫২)।

জানা গিয়েছে যে এদিন ওই মহিলা চা বাগানে চা পাতা তুলছিলেন ঠিক সেই সময় চিতাবাঘটিকে হামলা করে এবং পায়ে ক্ষত করে। এরপর মহিলা চিৎকার করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চিতাবাঘটি।

এরপর ওই মহিলাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর নকশালবাড়ি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এর আগেও এই এলাকায় চিতাবাঘ দেখা গিয়েছে। এলাকায় চিতাবাঘের বারবার নজর আসায় আতঙ্কে রয়েছে চা বাগানের শ্রমিকরা।