তিন কন্যা সন্তানের পর এক পুত্রসন্তানের আশা রেখে সন্তানের জন্ম দিয়েছিলেন উত্তরপ্রদেশের আগ্রার একজন মহিলা। তার গর্ভ থেকে জন্মেছে চার সন্তান। সম্প্রতি এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রার এক অটোচালকের পরিবারের সঙ্গে। বর্তমানে তিনি এবং তার সমস্ত সন্তান সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে।
এই মুহূর্তে সন্তানরা সকলে হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। মনোজ কুমার নামের ওই অটোচালকের আর্থিক অবস্থা ভালো নয়। পুত্র সন্তানের আশায় তিনি সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু বর্তমানে একইসঙ্গে সাত সন্তানের পিতা হয়ে গিয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে রীতিমতো বিপাকে পড়ে গিয়েছে ওই পরিবার। চিকিৎসক এবং সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ওই ব্যক্তি। আল্ট্রা সাউন্ড পরীক্ষাতে ওই গর্ভবতী মহিলার গর্ভে দুই যমজ সন্তানের উপস্থিতি লক্ষ্য করেন চিকিৎসকরা। এরপর প্যানেল গঠন করে তার অপারেশন করা হয়।
অপারেশনের পর দেখা যায় চার সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। এদের মধ্যে তিনটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে। মা এবং শিশুরা সকলে সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে।