যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক, মঙ্গলবার জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২১-এর পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল৷ ২০২১ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের তালিকায় যে অলিম্পিক পদক বিজয়ীদের দেখা মিলবে সে প্রত্যাশা আগে থেকেই ছিল। তাঁরাই তো দেশের গর্ব। ঘোষণা অনুযায়ী আগামী ১৩ নভেম্বর, শনিবার বিকাল সাড়ে চারটেয় রাষ্ট্রপতি ভবনের দরবার হলে এক বিশেষ অনুষ্ঠানে তাঁরা সকলে সমবেত হবে এবং দেশের রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন। প্রতি বছর জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয় মূলত ক্রীড়া ক্ষেত্রে যিনি শ্রেষ্ঠ তাঁকে স্বীকৃতি দেওয়া এবং তাঁর শ্রেষ্ঠত্বকে পুরস্কৃত করার জন্যই।
মেজর ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কার ২০২১ :
বিগত চার বছরে কোনও ক্রীড়াবিদের অসামান্য পারফরম্যান্সের জন্য ‘মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার’ দেওয়া হয়। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ২০২১ পাচ্ছেন মোট ১২ জন ক্রীড়াবিদ। তাঁদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই বছরের পুরস্কার প্রাপকদের নাম নির্ধারিত হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুন্দকাম শর্মার নেতৃত্বে বিশিষ্ট ক্রীড়াবিদ এবং অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এক বাছাই কমিটির তরফে। কমিটির সুপারিশের ভিত্তিতে এবং যথাযথ যাচাইয়ের পর, সরকার নিম্নলিখিত ক্রীড়াবিদ, কোচ এবং সংস্থাদের পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে –
১. নীরজ চোপড়া (অ্যাথলেটিক্স)
২. রবি কুমার (কুস্তি)
৩. লভলিনা বোর্গোহাইন (বক্সিং)
৪. পিআর শ্রীজেশ (হকি – ভারতীয় পুরুষ হকি দলের গোলরক্ষক)
৫. অবনী লেখারা (প্যারা শুটিং)
৬. সুমিত আন্তিল (প্যারা অ্যাথলেটিক্স)
৭. প্রমোদ ভগত (প্যারা ব্যাডমিন্টন)
৮. কৃষ্ণা নাগর (প্যারা ব্যাডমিন্টন)
৯. মনীশ নারওয়াল (প্যারা শুটিং)
১০. মিতালি রাজ (ক্রিকেট)
১১. সুনীল ছেত্রী (ফুটবল)
১২. মনপ্রীত সিং (হকি – ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক)
অর্জুন পুরষ্কার ২০২১:
গত চার বছরে ক্রীড়াক্ষেত্রে ভাল পারফরম্যান্স এবং নেতৃত্বের গুণাবলী এবং শৃঙ্খলাবোধ দেখানোর জন্য ‘অর্জুন পুরস্কার’ দেওয়া হয়। ২০২১ এর তালিকা অনুযায়ী ৩৫ জন ক্রীড়াবিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে।
১. অর্পিন্দর সিং (অ্যাথলেটিক্স)
২. সিমরনজিৎ কৌর (বক্সিং)
৩. শিখর ধাওয়ান (ক্রিকেট)
৪. ভবানী দেবী (ফেন্সিং)
৫. মনিকা (হকি)
৬. বন্দনা কাটারিয়া (হকি)
৭. সন্দীপ নারওয়াল (কাবাডি)
৮. হিমানি উত্তম পরব (মল্লখাম্ব)
৯. অভিষেক ভার্মা (শুটিং)
১০. অঙ্কিতা রায়না (টেনিস)
১১. দীপক পুনিয়া (কুস্তি)
১২. দিলপ্রীত সিং (হকি)
১৩. হরমনপ্রীত সিং (হকি)
১৪. রুপিন্দর পাল সিং (হকি)
১৫. সুরেন্দর কুমার (হকি)
১৬. অমিত রোহিদাস (হকি)
১৭. বীরেন্দ্র লাকড়া (হকি)
১৮. সুমিত (হকি)
১৯. নীলাকান্ত শর্মা (হকি)
২০. হার্দিক সিং (হকি)
২১. বিবেক সাগর প্রসাদ (হকি)
২২. গুরজন্ত সিং (হকি)
২৩. মনদীপ সিং (হকি)
২৪. শামসের সিং (হকি)
২৫. ললিত কুমার উপাধ্যায় (হকি)
২৬. বরুণ কুমার (হকি)
২৭. সিমরনজিৎ সিং (হকি)
২৮. যোগেশ কাঠুনিয়া (প্যারা অ্যাথলেটিক্স)
২৯. নিষাদ কুমার (প্যারা অ্যাথলেটিক্স)
৩০. প্রবীণ কুমার (প্যারা অ্যাথলেটিক্স)
৩১. সুহাশ ইয়াথিরাজ (প্যারা ব্যাডমিন্টন)
৩২. সিংরাজ আধান (প্যারা শুটিং)
৩৩. ভাবিনা প্যাটেল (প্যারা টেবিল টেনিস)
৩৪. হরবিন্দর সিং (প্যারা তীরন্দাজি)
৩৫. শরদ কুমার (প্যারা অ্যাথলেটিক্স)
দ্রোণাচার্য পুরস্কার ২০২১:
‘দ্রোণাচার্য পুরস্কার’ দেওয়া হয় ক্রীড়াক্ষেত্রে ব্যতিক্রমী পারফর্মেন্স দেওয়া কোচদের। এই পুরস্কার দেওয়া হয় দুটি বিভাগে – ১) আজীবন অবদানের জন্য এবং ২) নিয়মিত বিভাগ
আজীবন বিভাগ:
১. অশন কুমার (কাবাডি)
২. সরকার তালওয়ার (ক্রিকেট)
৩. সর্পাল সিং (হকি)
৪. টি.পি. ওসেফ (অ্যাথলেটিক্স)
৫. তপন কুমার পানিগ্রাহী (সাঁতার)
নিয়মিত বিভাগ:
১. জয় প্রকাশ নৌটিয়াল (প্যারা শুটিং)
২. প্রীতম সিওয়াচ (হকি)
৩. রাধাকৃষ্ণান নায়ার পি (অ্যাথলেটিক্স)
৪. সন্ধ্যা গুরুং (বক্সিং)
৫. সুব্রমনিয়ন রমন (টেবিল টেনিস)
ধ্যানচাঁদ পুরস্কার ২০২১:
‘ধ্যানচাঁদ পুরস্কার’ দেওয়া হয় ক্রীড়াক্ষেত্রে আজীবনের অবদান রাখার জন্য। ২০২১ এ মোট ৫জন ক্রীড়াবিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে।
১. অভিজিৎ কুন্তে (দাবা)
২. বিকাশ কুমার (কাবাডি)
৩. দবিন্দর সিং গড়চা (হকি)
৪. লেখা কে.সি. (বক্সিং)
৫. সজ্জন সিং (কুস্তি)
রাষ্ট্রীয় খেলা প্রতিষ্ঠান পুরষ্কার ২০২১:
খেলাধূলার প্রচার এবং উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য কোনও কর্পোরেট সংস্থা বা রাজ্য বা জাতীয় স্তরের ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড বা কোনও এনজিওকে দেওয়া হয় ‘রাষ্ট্রীয় খেলা প্রতিষ্ঠান পুরস্কার’।
এক্ষেত্রে উদীয়মান এবং তরুণ প্রতিভাদের সনাক্তকরণ এবং লালন-পালনের জন্য মানব রচনা শিক্ষা প্রতিষ্ঠানের উপর সমস্ত দায়িত্ব দেওয়া হয়।
কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির মাধ্যমে খেলাধুলাকে উৎসাহিত করার জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের ভূমিকা থাকে।
মৌলানা আবুল কালাম আজাদ (মাকা) ট্রফি ২০২১:
আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে সামগ্রিকভাবে যে বিশ্ববিদ্যালয় সেরা পারফরম্যান্স দেয় তারা পায় মৌলানা আবুল কালাম আজাদ বা মাকা ট্রফি।