Balenciaga ব্রান্ডের একটি জুতো বিক্রি হচ্ছে ৪৮ হাজার টাকায়!

8
Balenciaga ব্রান্ডের একটি জুতো বিক্রি হচ্ছে ৪৮ হাজার টাকায়!

দেখলে Balenciaga ব্রান্ডের এই জুতো কে ছেঁড়া-ফাটা বললেও কম বলা হয়। বরং বলা ভালো ব্যবহারের অযোগ্য। সুস্থ-স্বাভাবিক মানুষের পক্ষে যা পরা কার্যত অসম্ভব। সেই রকমই একটি জুতো তৈরি করেছে এই ব্রান্ড Balenciaga। আর সেই জুতোই এখন শিরোনামে।

বিশেষ করে এই জুতো নেট দুনিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। অনেকে কোম্পানির উদ্দেশে বাছা বাছা বিশেষণ ব্যবহার করে কমেন্ট করছেন। জানা গিয়েছে, কোম্পানির তরফে ‘প্যারিস স্নিকার’- হিসেবে তৈরি জুতো তৈরি করা হয়েছে। যে ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেই জুতোটিও এই ‘প্যারিস স্নিকার’-এর অংশ। এই জুতোর বিশেষ বৈশিষ্ট্যই হল তা হবে ছেঁড়া ও ফাটা।

জানা গিয়েছে, এই কোম্পানিটি ১০০ জোড়া এমন জুতো বিক্রি করা শুরু করেছে। আর তার দামও চমকে দেওয়ার মতো। ভারতীয় মুদ্রায় ৪৮ হাজার টাকা। জুতোগুলো নিয়ে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। কেউ কেউ লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে কোনও আবর্জনার স্তূপ থেকে আনা হয়েছে।’ আবার কারও কারও মন্তব্য, ‘এই জুতো মানুষের পরার অযোগ্য। আমার তো মনে হয় না কেউ এটা পরবে।’