তৃতীয় সন্তান নিলেই মিলবে ৫০ হাজার টাকা পুরষ্কার

7
তৃতীয় সন্তান নিলেই মিলবে ৫০ হাজার টাকা পুরষ্কার

বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম, কিন্তু এবারের নিয়ম শুনলে একটু হলেও অবাক হবেনই। এবার নাকি তৃতীয় সন্তান হলেই মিলবে ৫০ হাজার টাকা। আমরা জানি জাপান ও চিনে ক্রমশ জনসংখ্যা হ্রাস পাচ্ছে। যার কারণে সেই দেশের পরিস্থিতি অনেকটাই সংকটে। কারণ কমছে জন্মহার, বৃদ্ধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই সমস্ত দেশে। কিন্তু এবার এই ধরনের দৃশ্য আমাদের ভারতেই।

রাজস্থানের মহেশ্বরী সম্প্রদায়ের মধ্যেই এমনটা দেখা যাচ্ছে। তাই তারা জন্মহার বৃদ্ধি করার জন্য এক নতুন উপায় বের করেছে। তারা দম্পতিদের উদ্দেশ্যে বলেছে যাদের তৃতীয় সন্তান হবে তাদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। একটা সময় তাদেরই করা নিয়ম ছিল মেয়ে সন্তান হলে মিলত আর্থিক সাহায্য। কিন্তু সেই নিয়ম এবার তুলে দেওয়া হল। এখন কেবল মাত্র মহেশ্বরী সম্প্রদায়ে তৃতীয় সন্তান হলেই মিলবে আর্থিক সাহায্য।

সমাজে তিন সন্তান নীতি জোড়দার করার জন্যই এই পরিকল্পনা করেছে মহেশ্বরী সম্প্রদায়। সম্প্রতি পুষ্করে এই বিষয় নিয়ে তারা একটি বৈঠক করেছে। সেখানেই বৈঠকের নেতৃত্ব দিয়েছে রামকুমারজি ভুটাদা। সেখানে শয়ে শয়ে মানুষ যোগ দিয়েছিল। সেখানে এই বিষয় নিয়ে গভীর আলোচনা হয়। এটি একটা সমস্যা, যার ফলেই এই সমাধান বের করা হয়েছে। তৃতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা যারা করছে তাদেরই এই সাম্মানিক দেওয়া হবে।।