বাইক দুর্ঘটনার পর আহত দুই যুবকের কাছ থেকে উদ্ধার হল গুলিভর্তি পাইপগান

34
বাইক দুর্ঘটনার পর আহত দুই যুবকের কাছ থেকে উদ্ধার হল গুলিভর্তি পাইপগান

চাঁচল:২৪ জানুয়ারি : বাইক দুর্ঘটনার পর আহত দুই যুবকের কাছ থেকে উদ্ধার হল গুলিভর্তি পাইপগান। মালদহের চাঁচলের খেমপুরের কালীগঞ্জ এলাকায় রবিবার সন্ধ্যের ঘটনা।

পুলিশ জানায়, এদিন দ্রুতগতিতে বাইক নিয়ে যাওয়ার সময় তা উল্টে যায়। বাসিন্দারা তাদের উদ্ধার করার সময় বাইকে রাখা ব্যাগে পাইপগান দেখতে পান। খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। তাদের গ্রেফতার করা হয়।

ধৃতরা হল মনসুর রহমান ও তফিজুল শেখ। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুর এলাকায়। বাসিন্দাদের একাংশের দাবি, ধৃত দুই যুবক এক মহিলাকে উত্তক্ত করার সময় বাসিন্দারা তাদের তাড়া করেন। পালানোর সময় বাইক দুর্ঘটনায় পড়ে তারা।

পুলিশ সবকিছুই খতিয়ে দেখছে বলে জানিয়েছেন চাঁচলের এসডিপিও শুভেন্দু মণ্ডল। সোমবার ধৃতদের সাতদিনের রিমান্ডের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।