প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এক নতুন বিজ্ঞপ্তি! শীঘ্রই দেখে নিন

8
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এক নতুন বিজ্ঞপ্তি! শীঘ্রই দেখে নিন

নিয়োগ দুর্নীতি কান্ড নিয়ে তোলপাড় রাজ্য, কারো প্রতি বিশ্বাস করতে পারছে না সাধারণ মানুষ, কারণ সরকারি সমস্ত ক্ষেত্রই এখন দুর্নীতিতে ছেয়ে গিয়েছে তার প্রমাণ আমরা পেয়েছি। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি কান্ডে শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে যার কারণে শাসক দল অনেকটাই চাপের মুখে। তবে রাজ্যের ঠিক এই পরিস্থিতির মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এক নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো যা প্রাথমিক পরীক্ষার্থীদের জন্য দারুন ভাবে উপকারী।

এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০১৪ সালে যারা ৮২ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদের ইন্টারভিউ নেওয়া হবে আগামীতে। এরফলে নাকি আরো একবার আবেদন করতে পারবে উত্তীর্ণরা। এখন প্রশ্ন হল এই বিজ্ঞপ্তি কাদের উদ্দেশ্যে করা হয়েছে? বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০১৪ সালে ৮২ নম্বর পেয়ে যে সমস্ত চাকরিপ্রার্থীরা উত্তীর্ণ হয়েছে , তারা যারা এখনও পর্যন্ত নিয়োগের জন্য আবেদন করতে পারেনি। তাদের পুনরায় আবেদন করার জন্য চব্বিশ ঘন্টা সময় দেওয়া হল।

এই বিজ্ঞপ্তি পেয়ে দারুন ভাবে খুশি চাকরিপ্রার্থীরা। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই এমন বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। গতকাল সোমবারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে। আর সেখানেই উল্লেখ রয়েছে আগামী ২৮ মার্চ রাত ১১.৫৯ পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন করার সুযোগ পাবে ।