দীপাবলি উপলক্ষে জাতীয় ছুটি ঘোষণা মার্কিন মুলুকে

56
দীপাবলি উপলক্ষে জাতীয় ছুটি ঘোষণা মার্কিন মুলুকে

আমেরিকা দীপাবলিতে জাতীয় ছুটি ঘোষণা করতে চলেছে। গোটা দেশ দীপাবলিতে সেজে উঠেছে। অন্ধকারের বুক ফালাফলা করছে আলোর রোশনাই। আনন্দে মাতোয়ারা দেশবাসী।

আর মার্কিন মুলুকেও সেই আলোর ছটা পৌঁছেছে। এবার থেকে দীপাবলি উপলক্ষে জাতীয় ছুটি ঘোষণা করার জন্য মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেসেন্টেটিভস’-এ পেশ হল বিল।

নিউ ইয়র্কের ডেমোক্র্যাট সদস্য ক্যারোলিন বি ম্যালোনে বুধবার ‘হাউস অফ রিপ্রেসেন্টেটিভস’-এ ‘দীপাবলি ডে অ্যাক্ট’ নামের বিলটি পেশ করেন। এ ব্যাপারে তাঁর সঙ্গে ছিলেন রাজা কৃষ্ণামূর্তির মতো বেশ কয়েক জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্যও। এই বিলের প্রস্তাব হতেই প্রভাবশালী কংগ্রেস সদস্য গ্রেগরি মিকস তা সমর্থন করেছেন।

‘দ্য হাউস অফ ফরেন অ্যাফায়ার্স কমিটি’ও এই ছুটির বিলকে সমর্থন জানিয়েছে এবং বিলের পক্ষে সওয়াল করেছে। এই বিলের সমর্থনে ‘দ্য হাউস অফ ফরেন অ্যাফায়ার্স কমিটি’র চেয়ারম্যান গ্রেগরি মিকস বলেন, “এটা এমন কিছু যা মার্কিন সমাজে সকলের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। এটা খুবই ভাল দিন, কারণ আমরা অন্ধকারের উপর আলোর জয়ের কথা বলছি। আমরা এই বিলটির সপক্ষে।”

ক্যাপিটলে দীপাবলিতে ‘ফেডারেল হলিডে’ বা জাতীয় ছুটির স্বপক্ষে সওয়াল করতে গিয়ে ম্যালোনে জানান, “আমি দীপাবলি ডে অ্যাক্ট বিলটি পেশ করতে পেরে খুবই আনন্দিত।”