এক বেসরকারি অফিসে ঢুকে পড়লো সিংহ! জানুন তারপর

15
এক বেসরকারি অফিসে ঢুকে পড়লো সিংহ! জানুন তারপর

আপন মনে ঘুরে বেড়াচ্ছে সিংহ আপনার বাড়ির উপর দিয়ে। হঠাৎ করেই সেই সিংহ আপনার ঘরে ঢুকে পড়ল তারপর কি অবস্থাটা হতে পারে সেটা আমি বুঝতে পারছেন? হাত-পা কাঁপা শুরু করে দেবে, মাথা কাজ করা বন্ধ হয়ে যাবে আপনি হচ্ছেন এখানে হয়তো আপনার জীবন শেষ সিংহ ধীরে ধীরে এগিয়ে এসে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে ঠিক এমন অবস্থায় ঘড়ির এলার্ম বেজে উঠলো এবং আপনি দেখলেন যে আপনি স্বপ্ন দেখছিলেন। কিন্তু সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যেটা স্বপ্নে নয় বাস্তবে।

পশুরাজ সিংহ এবার সত্যি বাড়িতে নয় একেবারে অফিসে ঢুকে পড়েছে। এক কথায় যাকে বলে হাড়হিম করা পরিস্হিতি। ঘটনাটি ঘটেছে গুজরাটের আমরেলি জেলায়। গুজরাটে এমন ঘটনা এর আগেও প্রচুর ঘটেছে, তবে সেটা কোনো অফিস কিংবা বাড়িতে নয় দেখা গেছে রাস্তায় দলবল নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিংহ। রাতের বেলায় হলে মানা যেত কিন্তু একেবারে ঝা চকচকে দিনের বেলায় সিংহ ঢুকে পড়েছে এক বেসরকারি অফিসে। সিঁড়ি দিয়ে কখন সে উঠে এসেছে কোনো কর্মচারী সেটা বুঝতে পারেনি।

স্বাভাবিকভাবেই একেবারে হারহিম করা পরিস্থিতি, যার যার সম্মুখীন হয়েছে এই সিংহ তাদের একেবারে অজ্ঞান হওয়ার অবস্হা। সিংহকে দেখেই যে যার মতো পালিয়েছে অফিসের মধ্যে হলুস্থুল এক কান্ড বেঁধেছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পশুরাজ সিংহ আপন মনে হল ঘরে ঘুরে বেড়াচ্ছে। কিছুদিন পরপরই এমনভাবে সিংহের তাণ্ডব লক্ষ্য করে গুজরাটের মানুষজন। অবশ্য এই ঘটনার পর বন দফতরকে খবর দেওয়া হয়। কিন্তুতারা এসে অফিসের আশেপাশের তন্ন তন্ন করে খুঁজলেও সেই সিংহকে আর খুঁজে পাওয়া যায় না।