বাড়ি ফেরার পথে স্কুটার ভর্তি বাজি ফেটে গিয়ে মৃত্যু বাবা এবং ছেলের

36
বাড়ি ফেরার পথে স্কুটার ভর্তি বাজি ফেটে গিয়ে মৃত্যু বাবা এবং ছেলের

দীপাবলি উৎসবে আনন্দ করবেন বলে স্কুটার ভর্তি বাজি নিয়ে ফিরছিলেন বাবা-ছেলে। কে জানতো? ওই বাজিই হয়ে দাঁড়াবে কাল! স্কুটার নিয়ে বাজি কিনে বাড়ি ফেরার পথে আচমকাই বাজি গেল ফেটে। স্কুটার ভর্তি বাজি ফেটে গিয়ে ঘটে গেল ভয়ঙ্কর বিস্ফোরণ। এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে বাবা এবং ছেলের।

এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পুদুচেরিতে। আরিয়ানকুপ্পমের বাসিন্দা কালাইনেসান তার ছেলে প্রদীপকে নিয়ে গিয়েছিলেন বাজি কিনতে। ছুটির দিনে তিনি ছেলেকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন কুনিমেডুতে নিজেদের বাড়িতে ফেরার পথে পুদুচেরি-ভিল্লুপুরম সীমান্তের কাছেই আচমকা ঘটে যায় বিস্ফোরণ।

টু হুইলারের সামনে দুই ব্যাগ বাজি রেখে তার উপরে বসে ছিল প্রদীপ। ব্যাগের মধ্যে থাকা বাজিতে ঘর্ষণের ফলেই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিস্ফোরণ ঘটে যাওয়ার পর পাশে থাকা আরেকটি বাইক আরোহীও ছিটকে পড়েছেন। ভাইরাল সেই ভিডিও দেখুন এই প্রতিবেদন থেকে।