সম্প্রতি প্রায় 8 কেজি ওজোনের একটি আলু উদ্ধার করলেন এক কৃষক দম্পতি

39
সম্প্রতি প্রায় 8 কেজি ওজোনের একটি আলু উদ্ধার করলেন এক কৃষক দম্পতি

বিশালায়তন আলু উদ্ধার করলেন নিউজিল্যান্ডের হ্যামিলটনের এক কৃষক দম্পতি। এই আলুর ওজন প্রায় 8 কেজি। ক্ষেত থেকে ফসল তুলতে গিয়ে জমির ভেতর থেকে পাওয়া গেল এই বিশালায়তন আলু। দেখে তাজ্জব বনেছেন তারা। এরপর মুহূর্তের মধ্যে সেই খবর এবং আলুর ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।

হ্যামিলটনের ওই কৃষক দম্পতি কলিন এবং ডোনা ক্রেগ ব্রাউন নিজেদের খামারে কাজ করছিলেন। মাটির তলা থেকে ফসল তুলে আনছিলেন। আচমকা কলিনের কোদালের ডগায় বেশ বড় কিছু একটা বাধা পায়। মাটি খুঁড়ে বস্তুটিকে তোলার পর তারা দেখেন সেটি বিশাল আয়তনের একটি আলু। এত বড় আলু এর আগে কেউ কখনও চোখে দেখেননি।

ডোনা বলেছেন, ওকে দেখে তারা শুরুতে বিশ্বাসই করতে পারেননি যে এটা একটা আলু হতে পারে। আঁকাবাঁকা, কদাকার দেখতে বিশালায়তনের আলু দেখে নেটিজেনরাও অবাক। আলুটির ওজন প্রায় 7.9 কেজি। বিশ্বের সবথেকে বড় আলুর স্বীকৃতি পেতে পারে এটি। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী 5 কেজির কম ওজনের সর্বোচ্চ আয়তনের আলু হিসেবে বিবেচিত হয়েছে।

ইতিমধ্যেই আলুটিকে সর্বোচ্চ ওজনের আলু হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য গিনেস কর্তৃপক্ষের কাছে তারা আবেদন জানিয়েছেন।