শুধু চকলেট দিয়ে একটি গোটা টেলিস্কোপ বানিয়ে ফেললেন একজন শেফ

45
শুধু চকলেট দিয়ে একটি গোটা টেলিস্কোপ বানিয়ে ফেললেন একজন শেফ

সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা বেশ নানারকম জিনিস দেখতে পাই। সেরকমই এক তাক লাগানো ভিডিও বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছিল নানারকম নিত্যব্যবহার্য জিনিস, যেগুলি একজন ব্যক্তি অবলীলায় ছুরি দিয়ে করে কাটছিলেন। আর কাটার পরই দেখা যাচ্ছিল সেগুলো সবগুলোই এক একটা কেক। ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে চিকেন রোস্ট, জুতো থেকে শুরু করে মানুষের খুলি সব কিছুরই মূর্তি ছিল সেখানে। আর সব থেকে আশ্চর্যের বিষয় এই যে, প্রত্যেকটা মূর্তি এতটাই নিখুঁত করে বানানো হয়েছিল যে সেগুলি যে আসলে একটি কেক, সেটা কাটার আগে অবধি বোঝার উপায় ছিল না।

সম্প্রতি এবারেও এরকম একটি ভিডিও ভাইরাল হল। এই ভিডিওটি বানিয়েছেন অ্যামরি গুশন নামের একজন শেফ। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই শেফ চকলেট দিয়ে একটি গোটা টেলিস্কোপ বানিয়ে ফেললেন। আর সেটি দেখতে এতটাই সুন্দর এবং নিখুঁত যে সামনে থেকে দেখেও মানুষজন সহজে বুঝতে ই পারবেন না যে এটি আসলে একটি কেক। ছবি বা ভিডিও তো দূর।

অ্যামরি গুশন লাস ভেগাসের অধিবাসী। মূলত চকলেট আর কেক বানানোতেই বিখ্যাত তিনি। চকলেট দিয়ে বানানো টেলিস্কোপ মডেলের ভিডিওটি গত ২১ সেপ্টেম্বর তারিখে ফেসবুকে পোস্ট হয়েছে। বলার অপেক্ষা রাখে না, তাঁর এই কান্ড দেখে সকলেই হতবাক হয়ে গিয়েছেন।

ভিডিওতে তিনি সবকিছুই শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি টেলিস্কোপের প্রত্যেকটা অংশই চকলেট দিয়ে খুব যত্ন সহকারে বানাচ্ছেন। স্ট্যান্ড থেকে শুরু করে প্রতিটা নাট, স্ক্রু, গিয়ার, ভিউফাইন্ডার, সমস্তকিছুই বানাচ্ছেন চকলেট দিয়ে। এমনকি আসল টেলিস্কোপে যেমন একটা অ্যাডজাস্টেবল হ্যাণ্ডল থাকে, যার সাহায্যে টেলিস্কোপের মুখ ওঠানো বা নামানো যায়, এই চকলেট টেলিস্কোপে সেটাও নিখুঁতভাবে বানিয়েছেন তিনি। আর তারপর চিনির রসকে ঠান্ডা করে তা দিয়ে বানানো হয়েছে টেলিস্কোপের দুই পাশের লেন্স। আর সবশেষে নিখুঁতভাবে সোনালি রঙ করা হয়েছে এই টেলিস্কোপে।

বলা বাহুল্য, ভিডিওটি পোস্ট হওয়ার সাথে সাথেই হু হু করে ভাইরাল হতে থাকে। এখনও পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১০কোটির বেশি মানুষ। অনেকেই প্রশংসা করেছেন ব্যক্তির কাজের। আর প্রায় সকলেই মন্তব্য করছেন, ‘এটা সত্যিই একটা নিখুঁত শিল্পকর্ম। ওই শেফ একজন প্রকৃত শিল্পী’।