আজকাল একটু লক্ষ্য করে দেখবেন এখনকার মানুষ আর সেভাবে উপকারীর উপকার মনে রাখে না। মানুষের মধ্যেকার এই কৃতজ্ঞতাবোধ কেমন যেন ধীরে ধীরে লোপ পাচ্ছে। দিনকে দিন মানুষ হয়ে উঠছে স্বার্থপর। নিজেরটুকু ছাড়া আর কোনোদিকেই তার খেয়াল নেই। যাই হোক মানুষের কথা এখন না হয় বাদ ই দিলাম। আজকাল কার মানুষের থেকে অবলা প্রাণী গুলোর কৃতজ্ঞতা বোধ অনেক বেশি থাকে। সম্প্রতি এরকমই একটি ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে, এক বনদফতরের অফিসার একটি বাচ্চা হাতিকে প্রাণে বাঁচিয়েছে। আর সেই ছোট হাতিটি সেই বনকর্মীর পা জড়িয়ে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছে।
অবলা প্রাণীর এই অদ্ভুতভাবে কৃতজ্ঞতা স্বীকারের ছবি বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, ছোট হাতিটি তার মা এবং দলবদলের থেকে আলাদা হয়ে গিয়েছিল। সেই অবস্থাতেই এক বনদফতরের কর্মী এই হাতির ছানাটিকে উদ্ধার করে। তারপর বনদপ্তরের কর্মীরা পরিকল্পনা করেন হাতির ছানাটিকেতার দলে ফিরিয়ে দেওয়া হবে। ঠিক তখনই শুঁড় দিয়ে বনদপ্তরের সেই কর্মীর পা জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানাতে একবারও ভোলেনি হাতির ছানাটি। বনদপ্তরের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি হাতিটিকে দলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। কারণ হাতিদের এমন এক চরিত্র আছে যা ভীষণই অদ্ভুত। যদি একটি হাতির গায়ে মানুষের গন্ধ বেশি দিন থাকে, তাহলে তাকে দলে আর ফিরিয়ে নেওয়া হয়না।
ছোট্ট হাতির কৃতজ্ঞতা বোধের এই অসাধারণ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আই এফ এস অফিসার পারভীন পাসোয়ান। এর সাথে তিনি ক্যাপশনে লিখেছেন, “ভালোবাসার কোনো ভাষা হয় না। এক বন কর্মীকে শুঁড় দিয়ে আলিঙ্গন করে কাছে ডেকে নিচ্ছে হাতির ছানা। এই হস্তি শাবককে এবার উদ্ধার করে খুব তাড়াতাড়ি মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।”
সেই ভাইরাল ভিডিওটির একঝলক দেখে নিন –
Love has no language. A baby elephant hugging a forest officer. The team rescued this calf & reunited with mother. pic.twitter.com/BM66tGrhFA
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) October 14, 2021