এবার চিনের স্যাটেলাইট ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবিগুলিতে সৎকারস্থলের বাইরে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বর্তমানে এই উদ্বেগজনক প্রবণতার মধ্যে, চিন পরিসংখ্যান লুকিয়ে রেখেছে।
তারা এখনও দাবি করছে যে, দেশে মাত্র ৫,২০০ জন করোনায় মারা গিয়েছেন। চিনের মতে, যখন থেকে দেশে করোনা বেড়েছে তখন থেকে মাত্র ৫,২০০ মানুষ এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন। তবে চিন এই দাবি করলেও আন্তর্জাতিক সংস্থাগুলো যে অনুমান করছে, সেই অনুযায়ী বর্তমানে চিনে প্রতিদিন ৫০০০ মানুষ মারা যাচ্ছেন। করোনার কারণেই ঘটছে মৃত্যু।
তবে, Maxar Technologies-এর শেয়ার করা স্যাটেলাইটের ছবিতে বেশকিছু পরিবর্তন দেখা গিয়েছে। বেজিং সীমান্তের কাছে একটি নতুন সৎকারস্থল তৈরি করা হয়েছে। কুনমিং, নানজিং, চেংডু, তাংশান এবং হুঝোতে সৎকারস্থলের বাইরে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
চিনের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার প্রমাণও পাওয়া গিয়েছে। রোগীদের জন্য কোনও শয্যা নেই, প্রয়োজনীয় ওষুধ নেই। সঙ্গে ভিড়ও বাড়ছে। বর্তমানে চিন থেকে প্রকাশ্যে আসা এই স্যাটেলাইট ছবিগুলি থেকে বোঝা যাচ্ছে যে, চিনের জিনপিং সরকার এমন কিছু ভুল করেছে যা এই করোনা বিস্ফোরণের জন্য দায়ী।