গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভারত নেপাল সীমান্তের লালিজোত এলাকায় অভিযান চালায় এসএসবির ৪১ ব্যাটেলিয়ানের জাওয়ানরা। এরপর সেখান থেকে ২৬টি গরু উদ্ধার করে।
তবে এসএসবি জওয়ানেদের দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারীরা। এরপর এসএসবি ২৬টি গরু উদ্ধার করে নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়।
এসএসবি সূত্রে খবর নেপাল থেকে ভারতে আসার সময় সীমান্তরক্ষীদের দেখে গরু ছেড়ে নেপাল পালায় পাচারকারীরা। ঘটনায় ২৬টি গরু উদ্ধার করে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।