অবৈধভাবে ভারতে প্রবেশের আগে ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার ৪ বাংলাদেশী সহ দুই ভারতীয়। ধৃতদের নাম মহম্মদ শোহাগ মিয়া, কামরুল হুসেন,মহম্মদ মানির হুসেন,সোফিউল আলম চারজনই বাংলাদেশের বাসিন্দা এবং অন্যদিকে দুই ভারতীয়দের নাম মহম্মদ হুসেন,মহম্মদ সিপান সরকার।
মহম্মদ জলপাইগুড়ির ও সিপান কোচবিহারের বাসিন্দা। জানা গিয়েছে যে ভারত নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিতে নেপাল থেকে ভারত প্রবেশ করার জন্য বাংলাদেশীরা জাল আধার কার্ড দেখায় এসএসবি জওয়ানেদের। তখনই সন্দেহ হলে জাওয়ানদের। এরপর জেরা করতেই বেরিয়ে আসে আসল তথ্য।
এরপর ছয় জনকে আটক করে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এবং পুলিশ ধৃতদের গ্রেফতার করে। এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এই বিষয়ে দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ জানান গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।