পশ্চিমবঙ্গে শীঘ্রই নিয়োগ হবে সাড়ে ১১ হাজার! ঘোষণা নবান্নের

33
পশ্চিমবঙ্গে শীঘ্রই নিয়োগ হবে সাড়ে ১১ হাজার! ঘোষণা নবান্নের

পশ্চিমবঙ্গে সাড়ে ১১ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা করা হল। প্রচুর কর্মসংস্থানের ঘোষণা নবান্নর। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে এমনই ঘোষণা করলেন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পার্থ চট্টোপাধ্যায়।

স্বাস্থ্যক্ষেত্র থেকে খাদ্যদপ্তর, বজ্রপাতে নিহতদের পরিবারকেও চাকরির দেওয়ার কথা জানালেন তাঁরা। এদিন সাংবাদিক বৈঠক করেন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই এই ঘোষণা দেওয়া হয়। গ্রাম এবং শহরাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য। তারফলে প্রচুর কর্মীর দরকার পড়বে। তাই দুই ক্ষেত্রেই ১১ হাজার ৫২১ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে রাজ্য।

তবে পুরো নিয়োগটাই হবে চুক্তিভিত্তিক এবং আউট সোর্সিয়ের মাধ্যমে। খাদ্যদপ্তরে মোট ৩৪২ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে নবান্ন। নিয়োগ হবে প্রকল্প ভিত্তিক। গত বছর হুগলি এবং মুর্শিদাবাদে বজ্রপাতে মৃত্যু হয়েছিল ২৬ জনের। তাঁদের পরিবারের সদস্যকেও সরকারি চাকরি দেবে রাজ্য। পাশাপাশি, মগরাহাটের নিহত দুজনের পরিবার সদস্যকে চাকরি দেওয়ার ঘোষণা রাজ্যের।